কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবের এলাকায় ছোট ভাই পানিতে ডুবে মৃত্যুর শোকে কলেজ পড়ুয়া বোন ছাদথেকে লাফ দিয়ে নিহত হয়েছে। ছোট ভাই নিরব মোল্লা (১৩) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শোকে এমন সংবাদ শুনে ৩ তলা ভবণের ছাদ থেকে পড়ে বড় বোন নাজা(১৯) মৃতু হয়েছে। সোমবার বিকেলে পৌর শহরের চন্ডিবের মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটেছে। ভাই-বোনের এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, শহরের চন্ডিবের মোল্লা বাড়ির বাছির মোল্লার একমাত্র ছেলে নিরব মোল্লা। সে স্থানীয় ব্লুবার্ড কিন্ডার গার্ন্টেন স্কুলের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী। আর বড় বোন নাজা রফিকুল ইসলাম মহিলা কলেজের দ্বাদশ পড়ুয়া শিক্ষার্থী ছিল।
নিরব মোল্লা মহল্লার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। এক পর্যায়ে শরীরের ময়লা পরিস্কার করতে ডুবায় গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায়। পরে খবর পেয়ে অনেক খোজাখুজি করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এদিকে একমাত্র আদরের ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে ৩ তলা ভবণের ছাদে থাকা বড় বোন নাজা লাফ দেয়, এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮ টায় নাজার মৃতু হয়। ভাই-বোনের করুন মৃতুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বার্তা বাজার/জে আই