মাদারীপুরের রাজৈরে কুমার নদ থেকে ভাসমান অবস্থায় উদ্ধারকৃত মরদেহটি রাজবাড়ীর রেজাউল সিকদারের(৪০)। সে রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত সোরহাব শিকদারের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। এর আগে শুক্রবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালীবাড়ি বাজারের পাশের কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৬ আগষ্ট নিখোঁজ হয় রেজাউল। পরে তার স্ত্রী আমেনা রাজবাড়ী সদর থানায় একটি জিডি করে। শুক্রবার বিকালে কৃষকরা নদের পাশে ক্ষেতে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পায়। এসময় খবর পেয়ে কবিরাজপুর নৌ ফাঁড়ি ও রাজৈর থানার পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। রাজৈর থানার কবিরাজপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) উত্তম কুমার দাস জানান, লাশের সাথে মোবাইল থাকায় পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছি। শনিবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতালের মর্গ থেকে নিহত রেজাউলের লাশটি তার ভাই সাইদুল শিকদারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বার্তাবাজার/ এসএইচ