লক্ষ্মীপুরের রায়পুরে ইউপির বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে বিএনপি এক কর্মীর দোকান ভাংচুর ও মালামাল লুটপাট করা হয়।

শুক্রবার বিকালে (৩০ আগষ্ট) উপজেলার উত্তর চরবংশী ইউপির খাসেরহাট বাজার সংলগ্ন চমকা বাজারে এ ঘটনা ঘটে বলে আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টির ) কেন্দ্রীয় কমিটির সদস্য গাজি ছাবের আহম্মেদজানান। এ ঘটনার প্রতিবাদে সন্ধায় খাসেরহাট বাজারে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে বিচার দাবি জানান। গাজী ছাবের বলেন, শুক্রবার বিকালে সাবেক উপজেলা চেয়ারম্যান আ’লীত নেতা মাষ্টার আলতাফ হোসেন হাওলাদারের নির্দেশে তার অনুসারি বিএনপির কর্মী ফারুক কবিরাজের নেতৃত্বে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের কর্মীরা উত্তর চরবংশী ইউপির চমকা বাজারে অবস্থিত বিএনপির কার্যালয় হামলা ভাঙচুর ও বিএনপির কর্মীদের মারধর করে। এসময় পাশে থাকা স্থানীয় বিএনপির কর্মী আজহার বেপারীর দোকান ভাংচুর চালিয়ে ক্যাশবাক্সে থাকা নগদ ৩০ হাজার টাকাসহ ২ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। স্থানীয় মুদি দোকানদার বিষয়টি বিএনপির নেতাকর্মীদের জানালে তারা কার্যালয়ে পৌঁছাতেই হামলাকারীরা পালিয়ে যায়।বিএনপি নেতার ধারণা, এ ঘটনায় আওয়ামী লীগ জড়িত থাকতে পারে। ৫ অগাস্ট সরকার পতনের পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতারা এলাকাছাড়া হলেও আলতাফ মাষ্টার ও তার ভাই ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বাড়ীতেই অবস্থান করছেন। গত ২৪ দিন ধরে খাসেরহাট বাজারে তাদের নিজস্ব কার্যালয়ে আসতে পারছেন না। এ ব্যাপারে জানতে রায়পুর সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ মাস্টার মোবাইল ফোনে বলেন, আমি এঘটনা সম্পর্কে কিছুই জানিনা। আমাদের বিরুদ্ধে মিথ্যা বিভান্তি ছড়াচ্ছে।

বার্তাবাজার/এসএইচ