বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাগুরার শ্রীপুরের চার পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এম আর খান ফাউন্ডেশন।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে ব্রিগেডিয়ার জেনারেল এম আর খান ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাঃ ইকবাল মাসুদ খান এ আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুব-উর – রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা ইকবাল আক্তার খান কাফুর।এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট আবদুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকিদুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত উপজেলার রায়নগর গ্রামের ফরহাদ হোসেন, বরইচারা গ্রামের মুত্তাকিন বিল্লাহ, নোহাটা গ্রামের আসিফ ইকবাল রাব্বি, শ্রীপুর গ্রামের শাহরিয়ার সোহান শাহ্ এ চার পরিবারের কাছে ৩০ হাজার করে নগদ টাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সাবেক ও বর্তমান সভাপতি – সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসএইচ