দেশের মাঠে যেকোনো আন্তর্জাতিক সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে কখনও ভাবতে হয় না। টাইগারদের খেলা সম্প্রচারে রীতিমতো লড়াই শুরু হয়ে যায় চ্যানেলগুলোর মাঝে। তবে বিদেশ সফরে গেলেই ঘটে উল্টো ঘটনা, দেখা দেয় সম্প্রচার বিড়ম্বনা।

সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজই তার বড় উদাহরণ। সাকিব-তামিমদের খেলা দেশি কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচারই করেনি। তিন ম্যাচের সেই সিরিজ না দেখানোর পর থেকেই আলোচনায় সম্প্রচার প্রসঙ্গ।

সেই বিড়ম্বনা দূর করতে নিজস্ব ‘স্পোর্টস চ্যানেল’ খোলার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি (বিসিবি)। এজন্য নিজেদের নামে টিভি চ্যানেলের জন্য আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি।

সোমবার (১২ জুন) মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবির কার্যালয়ে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বার্তা বাজার/জে আই