নদীমাতৃক বাংলায় সময়ের বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। তাই হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে উপজেলার সদর ইউনিয়নের ধলাইরচর পশ্চিমপাড়া গ্রামে দিগন্ত বিস্তৃত বিলে শুক্রবার (৩০ আগস্ট) বিকালে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ। থৈ থৈ জলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি-মাল্লার বৈঠার ছন্দ মাতিয়ে তোলে ধলাইরচর বিলের শান্ত জলের ঢেউকে। আর সেই তালে তাল মেলাতে নৌকা বাইচ দেখতে বিশাল বিস্তৃত বিলের বুকে নামে হাজারো দর্শনার্থীর ঢল। এ নৌকা বাইচকে কেন্দ্র করে গ্রাম্য মেলাও বসে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ছোট-বড় ছয়টি নৌকা অংশ নেয়। বাইচ শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য ফারুক মোল্যা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আলমগীর কবীর ও উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন প্রমুখ। আয়োজক কমিটিরা বার্তা বাজার’কে জানান, ‘নদীমাতৃক বাংলায় সময়ের বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। তাই হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’
বার্তাবাজার/এসএইচ