পাবনায় বৈষম্য ছাত্র আন্দোলনের নিহত দুই শিক্ষার্থীর বাড়ি পরিদর্শনও বিএনপির চেয়ারপার্সন এর বিশেষ সহকারীর আর্থিক সহায়তা প্রদান করেছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে নিহত দুই শিক্ষার্থী মাহবুব নিলয় ও জাহিদুল ইসলাম জাহিদের বাড়ি পরিদর্শন করেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। পরিদর্শন কালে বলেন, এই স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারে পতন ঘটাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অবদান ভুলবার নয়। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে মনে রাখবে এই দেশ। এই শিক্ষার্থীদের হাত ধরেই একটি সোনার বাংলা গড়ে উঠবে।
পরে নেতাকর্মীদের নিয়ে চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস নিজ তহবিল থেকে নিহত পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পাশে থাকার অহবান করেন।
বার্তাবাজার/এসএইচ