বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ সমাবেশ হয়েছে।

সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনা আলিয়া মাদ্রাসা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ কওে ট্রাফিক মোড় চত্বরে সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর সিদ্দিকী, সহ-সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারী সাইফুল ইসলাম, যুব আন্দোলন বাংলাদেশ পাবনার সভাপতি আনোয়ার হোসেন, ছাত্র আন্দালন পাবনা জেলা শাখার সভাপতি ওমর ফারুক প্রমুখ। এ সময় জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রশাসনের উপস্থিতিতে ন্যাক্কারজনক হামলা মেনে নেয়া যায় না। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীরা প্রকাশ্যে ক্ষমা না চাইলে সারা বাংলাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পরে ফয়জুল করিমের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

বার্তা বাজার/জে আই