বৈষম্য বিরোধী ও কোটা আন্দোলনে শহীদ ছাত্র জনতার স্মরণে জয়পুরহাটে দোয়া মাহফিল ও আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার জন্য সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার রাত ৯ দিকে জয়পুরহাট ইমাম কল্যাণ সংস্থা আয়োজনে শহরের পূর্ব বাজার কার্যালয়ে এ দোয়া মাহফিল সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট ইমাম কল্যাণ সংস্থার সহ-সভাপতি মাওলানা আনাম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক। এ সময় আরো বক্তব্য রাখেন জয়পুরহাট ইমাম কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা সহ সংগঠনের ইমাম বৃন্দরা। দোয়া শেষে জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা পালনের জন্য জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিককে সম্মাননা ক্রেস্ট ও গত ৪ আগস্ট এক দফা আন্দোলন চলাকালে এক শিক্ষার্থীর দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে আহতকে চিকিৎসা সহায়তা করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
বার্তাবাজার/এসএইচ