ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গাঁজাসহ কবির মিয়া (৭৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত কবির উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) নবীনগর পৌর এলাকার ভোলাচং চৌধুরী পাড়ার ভাড়াটিয়া কবির মিয়ার বসতঘরের প্লাস্টিকের ডামের ভিতর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা সহ আটক করা। এ বিষয়ে নবীনগর থানার উপ পরিদর্শক (এস আই) মোঃ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য সহ কবির মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাধকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯ (ক) মামলা রুজু করা হয়।
বার্তাবাজার/এসএইচ