ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশের দৈনিক বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪, দৈনিক কালের কন্ঠ, বাংলা নিউজ ২৪, ডেইলী সান, টি স্পোর্টসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপর হামলা ও কার্যালয়ে অফিস ভাংচুর করায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সিরাজগঞ্জের গণমাধ্যমকর্মীরা এক প্রতিবাদ সমাবেশ করেছে।

আজ (২৯আগস্ট) বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম
এর আয়োজন ও সঞ্চালনায় সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুম কক্ষে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমকর্মীরা বলেন, দেশের অভ্যন্তরে বিভিন্ন সাংবাদিক ও সাংবাদিকদের অফিস ভাংচুরসহ সিরাজগঞ্জেও স্থানীয় যুগের কথার অফিস ভাংচুর ও রায়গঞ্জে সাংবাদিকদের হত্যার উদ্দেশ্য হামলা মামলা মারধরসহ নানা ভাবে গণমাধ্যমকর্মীরা প্রতিদিন নির্যাতনের শিকার হয়ে আসছে। এসময় অন্তবর্তীকালীন সরকারের কাছে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে সকলেই একমত পোষন করেন। দেশের শীর্ষস্থানীয় পত্রিকাসহ দেশের সকল গণ্যমাধ্যমকর্মীদের হত্যা ভাংচুর বন্ধ করতে হবে। স্বাধীনভাবে কাজ করার গণমাধ্যমকর্মীদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। অতিতে যারা হত্যাকান্ড হয়েছে এবং চলমান হত্যাকান্ড জড়িতদের দ্রুত শাস্তির দাবি নিশ্চিত করতে অন্তবর্তী সরকারের প্রতি গুরুত্বারোপ করেন।

এসময় সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক ও এনটিভি, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না, সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুস, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলা ভিশন এর জেলা প্রতিনিধি হারুনার রশিদ খান হাসান, জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ও সাংবাদিক শেখ মো. এনামুল হক, এটিএন বাংলা ও নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান, কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ইসরাইল বাবু, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি হিরুক গুণ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দীলিপ গৌর, বাসস এর প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপস, সমকাল এর জেলা প্রতিনিধি রানা, প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি গাজী এইচ এম ফিরোজী, আরটিভির জেলা প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি খালিদ হৃদয়, সলঙ্গা প্রেসক্লাবের গনমাধ্যমকর্মী দুলাল আহম্মেদ, কামারখন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজ, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, এখন টেলিভিশন এর জেলা প্রতিনিধি রিফাত রহমান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজিত সরকার, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি স্বাধন দাস প্রমুখ। এছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসএইচ