ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮শে আগস্ট বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড় চত্তরের পূর্ব পাশে রাস্তায় অস্থায়ী মঞ্চ বসিয়ে গণ সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট শাখা। গণ সমাবেশে জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তব্যে নেতারা বলেন গত পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে নতুন বাংলাদেশের জন্ম হয়েছ। আগামীর বাংলাদেশে যেন একটি ইসলামী রাষ্ট্র কায়েম করা যায় সে কারণে নেতাকমর্মীদের একসঙ্গে থাকার আহবান জানান।কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, (লরংপুর বিভাগ) তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন।
যে স্বৈরা শাসকের পতন হয়েছে আগামীতে যেন এরকম আর কোন স্বৈরা শাসকের জন্ম না হয়। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অনুষ্ঠানের বিশেষ বক্তা এসব উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা শাখার আজহারুল ইসলাম। গণ সমাবেশের শুরুতে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয় মিশনমোর চত্বরে।গণ সমাবেশ চলাকালে লালমনিরহাট শহরের মিশন মোড় থেকে রেলস্টেশনের যাওয়ার পথটি যান চলাচলে বন্ধ থাকে ২ ঘন্টা পর্যন্ত।
বার্তাবাজার/এসএইচ