দিনাজপুরের হাকিমপুরে এক হাজার পিস ব্যথানাশক মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ ট্রাক চালক ও চালক সহকারীকে (হেলপার) আটক করেছে থানা পুলিশ। জব্দ করা হয়েছে ট্রাকটি। উদ্ধার করা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছে।

গ্রেফতার আসামীরা হলেন, দিনাজপুর বিরামপুর উপজেলার দক্ষিন দাউদপুর গ্রামের কামাল হোসেনের ছেলে ট্রাকচালক মিলন মিয়া (৩০) এবং হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রামের ওমেদ শেখের ছেলে ট্রাক হেলপার অন্তর মোল্লা (২০)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বলেন, হিলি পানামা পোর্টের চার নাম্বার গেটের সামনে রাস্তার উপর থেকে ভূসি বোঝাই ট্রাকটিকে আটক করা হয়। এসময় ট্রাকের চালকের পিছনে কেবিন বক্স থেকে ট্যাবলেট গুলো আমরা উদ্ধার করি। গ্রেফতার আসামিদেরকে সোমবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। ট্রাক এবং ট্রাকে থাকা ভূসি আমাদের হেফাজতে আছে।

বার্তাবাজার/এম আই