জয়পুরহাটে স্ত্রী হত্যার ২১ বছর পর স্বামী জয়মুদ্দিন জদ্দির মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক আব্বাস উদ্দীন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষনা করেন। মৃত্যদন্ডপ্রাপ্ত আসামী জয়মুদ্দীন আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের মৃত কোকরা সাখিদার এর ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০২ সালের ২০ আগষ্ট সকালে আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের জয়মুদ্দীন জদ্দি তার স্ত্রী আনোয়ারা বেগম কে পারিবারিক কলহের জেরে হত্যা করে বাড়ির পার্শে পুকুরে লাশ গোপন করে। পরবরতীতে আনোয়ারাকে তার মেয়ে খুজে না পেয়ে তার মামা আঃ রহমানকে খবর দেয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে আনোয়ারার লাশ পুকুরে ভাসতে দেখে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আনোয়ারার ভাই আঃ রহমান বাদী হয়ে ভগ্নিপতি জয়মুদ্দিনকে আসামি করে আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলা তদন্ত করে আদালতে চার্জশিট জমা দিলে আদালত শাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় ৩০২ ধারা মোতাবেক তাকে মৃত্যুদন্ডও ৫০ হাজার টাকা জরিমানা করেন। আসামি বর্তমানে পলাতক রয়েছে।
বার্তাবাজার/এম আই