বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে রাজপথে গণ-আন্দোলন ছাড়া কোনো পথ নেই।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

দুদু বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও স্বাভাবিকভাবে বেড়েছে। যেখানে আপনি হাত দিলেও আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেশের মানুষের এখন বেঁচে থাকাই কঠিন।

জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিতে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার, সাবেক সংসদ সদস্য নুর আফরোজ জ্যোতি প্রমুখ।

বার্তা বাজার/জে আই