প্রতিবন্ধী ১ মেয়েসহ ৩ সন্তান ও স্ত্রীকে নিয়ে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন আব্দুল মন্নান। লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের পূর্ব চরমন্ডল গ্রামের নুর মোঃ ছৈয়াল বাড়ির বাসিন্দা তিনি।
মঙ্গলবার (২৭) আগস্ট দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় ভাঙ্গা খাটে শুয়ে আছেন অসুস্থ আব্দুল মান্নান ৷ ঘরের ভেতর হাটু পরিমাণ পানি। টিনের চালা দিয়ে দেখা যাচ্ছে উদিত সূর্য। সুপারির মাচার উপর বেঁধে রেখেছেন শেষ সম্বল ৩টি ছাগল। এলোমেলো এদিক সেদিক ছড়ানো ছিটানো রয়েছে ঘরের মালামাল। নেই রান্না করার কোন ব্যবস্থা।
অশ্রুসিক্ত ভাষায় জানান, অসুস্থতার কারণে কোন কাজকর্ম করতে পারছিনা, প্রতিবন্ধী ১ মেয়ে ও আরও ২ সন্তান নিয়ে বড়ই কষ্টে আছি। দেখার মত কেউ নেই। ৫/৬ বছর ধরে ঘরের অবস্থা বেহাল, টাকার অভাবে ঠিক করতে পারছিনা। কোন জনপ্রতিনিধি বিগত দিনে সাহায্য সহযোগিতা করেনি বলে জানান তিনি। হতাশা ও আক্ষেপ নিয়ে বিত্তশালীদের কাছে মানবিক সহায়তা চেয়েছেন। ত্রান সহায়তায় আসা চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার হুমায়ুন কবির বলেন, বিগত সরকারের আমলে আমরা সরাসরি জনগণের সেবা করা থেকে বঞ্চিত হয়েছি। যেহেতু, এখন আমরা মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছি, অতএব আমরা অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করবো, ইনশাআল্লাহ। বন্যার পানি নেমে গেলেই আমরা তাকে সহায়তা ও ঘর মেরামত করার উদ্যোগ নিব। ইউপি সদস্য আলম পাটোয়ারী জানান, বিষয়টি অবগত ছিলাম না। খোঁজ খবর নিয়ে তার ঘরটি মেরামতের ব্যবস্থা করা হবে।
বার্তাবাজার/এসএইচ