জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত আরএমটিপি প্রকল্পের “ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় উপকরণ সরবরাহকারীদের সাথে লীড ফার্মারদের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এসিআই ফার্টিলাইজারের সিনিয়র টেরিটরি ম্যানেজার মোঃ ফয়সাল আহমেদ।

এ সময় আরও বক্তব্য দেন, উপ-প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, জাকস ফাউন্ডেশনের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মোকবুল হোসেন, আক্কেলপুর শাখা ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ সহ অত্র এলাকার লিড ফার্মার, উপকরণ সরবরাহকারীগণ ও উক্ত উপ-প্রকল্পের সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরগণ।

বাজার সংযোগ সভায় উপকরণ সরবরাহকারীগণ ফার্মারদের মাঝে নিরাপদ ফসল উৎপাদনের উপকরণসমূহ সঠিক মূল্যে এবং সঠিক সময়ে সরবরাহের ব্যাপারে সহায়তা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বার্তাবাজার/এম আই