জয়পুরহাটে ১২ বছরের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের অপরাধে বর, বরের খালা ও মেয়ের মাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ আগস্ট) দুপুরে শহরের সাহেবপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম। দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের সাহেবপাড়া এলাকায় ফয়জুল হকের ছেলে বড় নাহিদ হাসান, তার খালা রুমা, ও মেয়ের মা মাজেদা।জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, জয়পুরহাট শহরের সাহেবপাড়া এলাকায় দ্বিতীয় শ্রেণির ১২ বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে একই এলাকার ২২ বছরের নাহিদ হাসানের বাল্যবিয়ের খবর দেন স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় বরকে ১ মাস, তার খালাকে ১৫ দিন ও মেয়ের মাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বার্তাবাজার/এসএইচ