ঝিনাইদহ সদর উপজেলা বানিয়াবহু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে বানিয়াবহু বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফ হোসেন, সাবেক ইউপি সদস্য আবু বক্কর মোল্যা, মুছা মিয়াসহ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া স্কুল শেষ করে ঝিনাইদহ শহরের বাসায় ফেরার পথে তার উপর অতর্কিত হামলা করা হয়। তিনি বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারী স্থানীয় কিশোর গ্যাং প্রধান নয়ন হোসেনকে অতিদ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।
এতে ওই বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ স্থানীয়রা অংশ নেন।
বার্তাবাজার/এম আই