মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে ব্যবহারের জন্যে উন্নতমানের সাউন্ড সিস্টেম প্রদান করেছেন জেলা জামায়াতে ইসলামী। শনিবার রাতে জামায়েতে ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এম বি বাকের, সেক্রেটারী অধ্যাপক সাইদ আহম্মেদ বাচ্চু সশরীরে উপস্থিত থেকে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের কাছে এই সাউন্ড সিস্টেম হস্তান্তর করেন।
এই সময় জামায়েত নেতা মওলানা মাহবুবুর রহমানসহ জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উন্নতমানের সাউন্ড সিস্টেমের অভাবে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এতদিন ভালোমানের সভা সম্পন্ন করা কষ্টসাধ্য ছিল বিধায় দলের পক্ষ থেকে এটির বরাদ্দ দেয়া হয়েছে বলে জামায়াত সূত্রে জানা গেছে।
বার্তাবাজার/এসএইচ