বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠনের ডাকা ‘তারুণ্যের সমাবেশ’ সামনে রেখে প্রচার-প্রচারণার অংশ হিসেবে সোমবার রাজধানীতে বর্ণাঢ্য মিছিল করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। এ লক্ষ্যে দলের পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দেয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা চিঠিটি শনিবার (১১ জুন) ডিএমপি কমিশনার বরাবর পাঠানো হয়।
চিঠিতে জানানো হয়, সোমবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্ৰীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার মোড় পর্যন্ত মিছিল করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।
মিছিল কর্মসূচিতে মাইক ব্যবহারের অনুমতিসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা দিতে ডিএমপি কমিশনারের প্রতি চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
বিএনপির চলমান আন্দোলনে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে দলটির তিন অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে ‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচি ঘোষণা করেছে। রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বড় শহরে এ কর্মসূচি পালন করা হবে।
এর মধ্যে আগামী ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট, ১৭ জুলাই খুলনা এবং সবশেষ ২২ জুলাই ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বার্তাবাজার/এম আই