টাঙ্গাইলের ঘাটাইলে নিজ আঁখ ক্ষেতে চুরিরোধ ও শিয়ালের জন্য পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। রবিবার (২৫আগষ্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া (আমতলা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া (আমতলা) গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে কৃষক মো: আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কৃষক আরশেদ তার বাড়ির পাশেই আঁখ চাষ করেন। ক্ষেত থেকে যেন কেউ আঁখ চুরি ও শিয়াল এসে আঁখ নষ্ট করতে না পারে সেজন্য তিনি ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ঘটনার আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই অসাবধানতাবশত ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময়নিজ আঁখ ক্ষেতে শিয়ালের জন্য পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়। এ রসুলপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান আখ ক্ষেতের ফাদে বিদ্যুতের তার জড়িয়ে স্বামী স্ত্রী নিহত হয়েছে।

বার্তাবাজার/এসএইচ