মাদারীপুরের রাজৈরে তরুণ উদ্যোক্তাদের বিশেষ ব্যবসায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত ৭ জুলাই থেকে আজ ২৫ আগস্ট পর্যন্ত রাজৈর গণ উন্নয়ন প্রচেষ্টার ট্রেনিং সেন্টারে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে ২৩ জন নারী, পুরুষ ও তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ব্যবসায় ব্যবস্থাপনা এবং উদ্যোগ উন্নয়নের বিভিন্ন কৌশল শেখানো হয়। একই সঙ্গে নারীরাও যেন তাদের পরিত্যক্ত জমি ব্যবহার করে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

এসময় প্রশিক্ষণ পরিচালক মোহাম্মদ খাইরুল মতুর্জা মজুমদার জানান, আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের সেই দক্ষতা অর্জন করতে সহায়তা করেছি, যা তাদের স্বাবলম্বী করতে সাহায্য করবে।” মোঃ মহিদুল ইসলাম জানান, এই প্রশিক্ষণটি রাজৈর গণ উন্নয়ন প্রচেষ্টা ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গণ উন্নয়ন প্রচেষ্টার এই যৌথ উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের একটি নতুন দিগন্তে পৌঁছাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।


বার্তাবাজার/এসএইচ