মাগুরা সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামে দুই পক্ষের বিরোধের জেরে খুন হওয়া জাহিদ মোল্যা (৪৪) হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার বিকালে সদর থানাধীন বেঙ্গা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৬ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন বেঙ্গা বেরইল গ্রামের হাছেদ আলীর ছেলে মোঃ সাজ্জাদ হোসেন এবং একই গ্রামের আজম মোল্যার ছেলে মতিয়ার রহমান(৩৫)।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, এবছরের ২০ জুন দুপুরে মাগুরা সদরে রাঘবদাইড় ইউনিয়নের বেঙ্গা বেরইল গ্রামে গ্রাম্য দলাদলি এবং পূর্ব শত্রুতার কারণে আসামীরা প্রতিপক্ষদের খুন করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে গ্রামের মধ্যে মহড়া দিতে থাকে। এসময় চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশি আবদুল কুদ্দুস মোল্যার ছেলে জাহিদুল শোবার ঘর হতে বের হয়ে আসলে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরে সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত জাহিদুলের মা বাদী হয়ে ২১ জুন ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ০৮/১০ জনকে আসামি করে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বার্তাবাজার/এসএইচ