লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রামে ৬০ টি পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার মুড়ি, চিড়া, বিস্কুট, চিনি ও খাবার স্যালাইনসহ ওষুধ বিতরণ করা হয়েছে।
২ নং ওয়ার্ড জামায়াত ও স্থানীয় প্রবাসীদের উদ্যোগে শনিবার (২৪) আগস্ট সকাল থেকে দুস্ত অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দি মানুষের হাতে শুকনো খাবার তুলে দেয়া হয় । ভারি বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে এই ওয়ার্ডে প্রায় ১ হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে অনেকের রান্নার চুলোয় জ্বলছেনা আগুন। চারিদিকে শুধু পানি আর পানি। মানবেতর জীবন যাপন করছে কর্মহীন অসংখ্য মানুষ ।
এসময় উপস্থিত চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার হুমায়ুন কবির বলেন,দেশব্যাপী চলমান বন্যা ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামি। তারই ধারাবাহিকতায় সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আরও উপস্থিত ছিলেন, চররুহিতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ২ নং ওয়ার্ড জামায়াত সভাপতি হাবিবুল্লাহ খোকন, ওয়ার্ড সেক্রেটারি মোঃ সোহেল, ইউপি সদস্য মোঃ শফিক,ওয়ার্ড শিবির সভাপতি মোহন হোসেন, শরীফ হোসেন, মোঃ রাসেল ও গণমাধ্যমকর্মী ওসমান গণি।
বার্তাবাজার/এসএইচ