প্রায় ৩ বছর পর মালয়েশিয়ার পোস্ট লাজু বা পোস্ট অফিসের পরিবর্তে বাংলাদেশী প্রবাসীদের পাসপোর্ট নবায়ন আবেদন সরাসরি গ্রহন করবে এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর (ইএসকেএল) , কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে পোস্ট লাজুর মাধ্যমে পাসপোর্ট আবেদন গ্রহন বাতিল করার ঘোষণা দিয়েছেন। ২০২০ সালের করোনা পেনডেমিক সময় থেকে অদ্য পর্যন্ত প্রবাসীরা পাসপোর্ট নবায়নের আবেদন করতে হলে মালয়েশিয়াস্থ পোস্ট লাজু বা পোস্ট অফিসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হত। এতে করে সময় অপচয় এবং আবেদন প্রক্রিয়া জটিলতার কারণে প্রবাসীদের ভোগান্তি পোহাতে হত। কিছু প্রবাসীরা দালাল ও মধ্যস্বত্তভোগীদের খপ্পরে পড়ে প্রতারনার শিকার হত। পোস্ট লাজুর পরিবর্তে পাসপোর্ট নবায়নের আবেদন ইএসকেএল এর মাধ্যমে সরাসরি গ্রহন করার দূতাবাসের ঘোষণা কে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করেন এতে করে সময়, অর্থ ও ভোগান্তি অনেকটা লাগব হবে।
ইএসকেএল এর মাধ্যমে সরাসরি পাসপোর্ট নবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর। এর আগে দূতাবাসের এক নোটিশে বলা হয়েছে, মহামারী কোভিড-১৯ চলাকালে বিশেষ ব্যবস্থায় সরকারি পরিষেবা নিরবচ্ছিন্ন রাখার জন্য এমআরপি পাসপোর্টের আবেদনপত্র গ্রহণের জন্য পোস লাজু মালয়েশিয়াকে (মালয়শিয়া পোষ্ট অফিস) দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি পোস লাজু এর মাধ্যমে গৃহীত এমআরপি আবেদন টাস্কফোর্স কর্তৃক পর্যালোচনা করে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, নিরীহ প্রবাসী বাংলাদেশীদের সরলতার সুযোগ নিয়ে এমআরপি-এর আবেদন গ্রহণের নামে একটি কায়েমী স্বার্থান্বেসী সুবিধাবাদী গোষ্ঠী এ ব্যবস্থার অপব্যবহার করছে। হাইকমিশন এখন থেকে পোস লাজু এর মাধ্যমে আবেদন ফরম গ্রহণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
এবিষয়ে ইএসকেএল এর ব্রান্ডিং এন্ড মার্কেটিং ডাইরেক্টর আরমান পারভেজ মুরাদ বলেন, এখন থেকে পোস্ট লাজুর পরিবর্তে আমাদের ৪৮ ডিজিটাল কাউন্টারের মাধ্যমে সরাসরি পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহন করব, আমাদের মূল স্লোগান হচ্ছে ” গুডবাই দালাল ভাই ” আমাদের রয়েছে কম্পিউটারাইজট টিকেটিং সিস্টেম ডিসপ্লে, এ প্রক্রিয়ায় ধাক্কা ধাক্কির কোন সুযোগ নাই, যে আগে আসবে কম্পিউটার সিস্টেম সিরিয়াল দেখে সেবা হচ্ছে, ইতিমধ্যে আমাদের সার্ভিস প্রবাসীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে, প্রবাসীরাও সন্তুষ্টি প্রকাশ করেছে।যোগাযোগ করা হলে ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর বলেন, এখন থেকে এমআরপি পাসপোর্ট নবায়নের আবেদন ইএসকেএল এর মাধ্যমে সরাসরি গ্রহন করা হবে। তিনি আরে বলেন, তবে পাসপোর্ট বিতরন পোস্ট লাজু নাকি সরাসরি বিতরণ করা হবে এবিষয়ে পরবর্তী তে বিস্তারিত জানানো হবে।
বার্তাবাজার/এসএইচ