হত্যা মামলা দায়ের হয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে। সেই মামলা মাথায় নিয়েই রাওয়ালপিন্ডিতে ব্যাট হাতে খেলতে নেমেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। সাদমান ইসলামের উইকেটের পর ব্যাট হাতে খেলতে নেমেছেন তিনি। ৪ বল খেলে ৫ রানে আছেন অপরাজিত। সাদমান ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন।
৬৮ ওভার শেষে ৪ উইকেটে ২০৬ রান করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম অপরাজিত আছেন ১৭ রানে।
বার্তাবাজার/এসএম