পাবনার আমিনপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন। শুক্রবার (২৩ আগস্ট) সকালে বেড়া উপজেলা মাসুন্দিয়া ইউনিয়নের শীতলপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মালু শেখ (৪২) মাসুন্দিয়া শীতলপুর গ্রামের ভুলাই শেখের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে মালু শেখ ও জালাল শেখের জমিজমা নিয়ে বিরোধ চলছিল । আজ সকালে তার ভাতিজা সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। আমিনপুর থানার অফিসার্স ইনচার্জ হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে তাদের বিরোধ চলে আসছিল তার ভাতিজা ছুরি আঘাত করলে তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরনের প্রক্রিয়া চলছে।
বার্তাবাজার/এসএইস