পাবনায় মজনু হত্যা মামলা না তুলে নেওয়ায় মামলার বাদী আব্দুল মজিদ (৬৫) ও তার ছেলে মধু প্রমানিক (৩৫) কে পিটিয়ে জখম করেছে মামলার আসামীরা ।গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে সদর উপজেলা আতাইকুলা ইউনিয়নের মধুপুর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানায় বিগত পাঁচ বছর আগে আব্দুল মজিদ প্রামানিকের ছেলে মজনু প্রামানিককে কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসী কালীকালাম, আনাই, জমির, আয়েন, আমিরুলসহ বেশ কয়েকজন।এরই জেরধরে আসামীরা প্রভাবশালী হওয়ায় বাদীকে মামলা তুলে নিতে বলে এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসী নুরুনবী , আনাই, নজরুল, সিরাজুল, সলফ, জমির, আয়েন, বোরান সরদার, বককাটাই, নজরুল, সিরাজুল, নাইম, মালেক।

মামলার বাদী মজিদ মামলা তুলে নিতে অস্বীকার করলে তারা দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে এবং প্রাণনাশের হুমকিও দেন।আতাইকুলার থানা অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু সন্ত্রাসীরা দুইজন ব্যক্তিকে মারধর করে অবরুদ্ধ করে রাখে পুলিশ প্রশাসন গিয়ে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে । এখনো পর্যন্ত এই ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসএইস