নৌযান শ্রমিককে মারধরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরের অনিদিষ্টকালের জন্য নৌ ধর্মঘট পালন করছে শ্রমিকরা।

রবিবার (১১ মে) সকাল থেকে এ কর্মবিরতী শুরু করছে শ্রমিকরা। এর ফলে আশুগঞ্জ নদী বন্দরে আটকা পড়েছে অর্ধশতাধিক বিভিন্ন পণ্য নিয়ে আসা কার্গো জাহাজ। বন্ধ রয়েছে কার্গো জাহাজ থেকে পন্য খাসাল। এতে করে স্থবির হয়ে পড়েছে এই বন্দরের ব্যবসা বাণিজ্য।

নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার মাষ্টার জানান, শনিবার কার্গো জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃ-বৃন্দ ও ওয়াটার টান্সপোর্ট সেলের নেতৃ-বৃন্দ আসেন আশুগঞ্জ ও ভৈরব নৌ বন্দরে। এ সময় মালিক পক্ষের লোকজন কোন কারণ ছাড়াই তীরে নোঙ্গরে থাকা এমভি শাহানায়া শেখসহ মোট ১৮টি জাহাজের শ্রমিকদের মারধর করে। শ্রমিকদের মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই আমার অনিদিষ্টকালের ধর্মঘট পালন করছি। এই মারধরের সুষ্ঠু বিচার না হলে আমরা কাজে যোগ দিব না। আমার কর্মবিরতী অব্যাহত থাকবে।

এদিকে, বন্দরের ব্যবসায়ীরা বলছেন, শ্রমিকদের আন্দোলনের ফলে বন্দরে সার, রড, সিমেন্টসহ নানা পণ্য নিয়ে আসা কার্গো জাহাজ থেকে পণ্য খাসাল বন্ধ রয়েছে। এবং বন্দরের কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। এতে তাদের বিপুল অংকের লোকসান গুনতে হবে।

বার্তাবাজার/এম আই