লালমনিরহাটের পাটগ্রামে সীমান্তে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এঘটনায় বিএসএফ সদস্যরা তাদের অভ্যন্তরে সীমান্ত এলাকায় শক্তি বৃদ্ধি করেছে।
বিজিবি ও স্থানীয় সুত্রে জানান, গত বুধবার ২১ আগস্ট দুপুরে দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তের প্রধান পিলার (ডিএএমপি) ৮ নম্বরের সাব পিলার ২৩ থেকে ২৮ নম্বরের শূন্যরেখা বরাবর শ্রমিক নিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে বিএসএফ সদস্যরা।
আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও সেটি না মেনে হাড়িপাড়া সীমান্তের ৮ নম্বর আন্তর্জাতিক পিলারের ২৩ থেকে ২৬ নম্বর সাব পিলার অংশে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি প্রথমে স্থানীয়রা দেখে বিজিবিকে অবগত করে। পরে বিজিবি বাধা দিলে তারা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।
স্থানীয়রা আরও জানান এর আগে মঙ্গলবার রাতে ওই সীমান্ত এলাকায় বিপুল কাঁটাতারের বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখেন বিএসএফ। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সীমান্তে জড়ো হোন সেই সাথে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। ওপারেও বিএসএফও অস্ত্রসহ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বলে জানা গেছে।
এঘটনায় বিজিবির সঙ্গে বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় পতাকা বৈঠকে উভয় বাহিনীর মধ্যে তা নিয়ে আলোচনা হয়েছে। বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করলে আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে কাজে বাধা দিয়েছি। স্থানীয়দের নিরাপত্তা ও জানমাল রক্ষায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।