নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় চরঈশ্বর ইউনিয়নে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে চরইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকেলে উপজেলার চরইশ্বর ইউনিয়নের তিনটি ওয়ার্ডে তিনি এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, জোয়ারের স্রোতে বেড়ি বাঁধ ছিড়ে চরইশ্বর ইউনিয়েন এক, দুই ও তিন নং ওয়ার্ডে নিন্মাঞ্চল পানিতে তলিয়ে যায়। এতে করে স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে এসব এলাকার মানুষের।
চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ জানান, যেকোনো প্রাকৃতিক দূর্যোগে সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছি, যথাসাধ্য চেষ্টা করেছি মানুষের জন্য কিছু করতে। তিনি পানিবন্ধী এসব মানুষের পাশে যে যার মতো কারে দাঁড়ানোর আহবান জানান।