বান্দরবানের লামায় মাতামুহুরী নদীর অব্যাহত ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে পৌরসভার কলিঙ্গাবিল-সাবেক বিলছড়ি সড়ক। গত কয়েক দিন আগে প্রবল বর্ষণে মাতামুহুরী নদীর পানি বেড়ে গেলে স্রোতের টানে সড়কটি ধসে পড়ে। ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় নদী পাড়ের বসতিগুলো ভাঙ্গন আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

তারা দ্রুত নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এতে সড়ক যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখনই ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করা না হলে চলতি বর্ষা মৌসুমেই সড়কসহ পুরো গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।

পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. মমতাজ উদ্দিন জানান, ভাঙ্গনের কারণে সাবেক বিল ছড়ি সড়কের পাশাপাশি গ্রামটিও বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ কামরুল হোসেন চৌং বলেন, বর্ষণের কারণে নদী পাড়া সংলগ্ন সড়ক ও স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশলী সহ সরেজমিনে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।