আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ভোটকেন্দ্রে না যাওয়া ও কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। শনিবার (১০ জুন) রাতে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সই করা এক বিবৃতিতে আহ্বান জানানো হয়।
ওই বিবৃতিতে বলা হয়, আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বহিষ্কৃত কাউন্সিলর ও মেয়রসহ অন্যকোনো প্রার্থীর পক্ষে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী কোনো ধরনের প্রচারণায় অংশগ্রহণ না করা এবং ভোটদান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হইল। যদি কোনো নেতা বা কর্মীর প্রচার প্রচারণায় অংশ নেওয়ার সংশ্লিষ্টতা প্রমাণ সহকারে পাওয়া যায়, তাহলে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। এ বিষয়ে নেতারা ওয়ার্ড ও থানা পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সবার সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য, এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে অংশ নেওয়ায় ‘মীরজাফর’ আখ্যায়িত করে বর্তমান ও সাবেক ৪৩ নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি।
বার্তা বাজার/জে আই