টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্টেক হোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১আগষ্ট) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রানী অধিদপ্তর আয়োজিত উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভীর সভাপতিত্বে ভেটেরিনারি হাসপাতাল কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা নব যোগদান কৃত জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তাপস কান্তি দত্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার সোহেল,উপজেলার ভেটেরিনারি সার্জন জাফরুল হাসান রিপন ও অর্ভিটাল এগ্রোভেটের ব্যাবস্থাপনা পরিচালক ডাঃ শাহ ফরিদ প্রমুখ।