রাজনৈতিক পালা বদলের হাওয়া লেগেছে ক্রিকেট অঙ্গনেও। আজ বিসিবির পরিচালনা পরিষদের সভায় জানা গেছে নাজমুল হাসান পাপনের পদত্যাগের খবর। বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ।
একই সভায় বোর্ডের নতুন পরিচালক করা হয়েছে দেশের খ্যাতিমান কোচ এবং ক্রীড়া বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিমকে।
এর আগে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পদত্যাগ করতে বলা হয় আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম (ববি) কে। তাঁরা দুজনই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক।
সাজ্জাদুল আলমের জায়গায় নাজমুল আবেদীন ফাহিম এবং জালাল ইউনুসের জায়গায় ফারুক আহমেদ পরিচালক হয়েছেন। এছাড়া আজ বিসিবির সভায় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, কাজী ইনাম, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, ইফতেখার আহমেদ মিঠু ও সালাউদ্দিন চৌধুরী।
বিসিবিতে আছেন আরও পরিচালক। যারা আজ উপস্থিত হননি। তবে এখন পর্যন্ত আর কোন পরিচালকের পদত্যাগের খবর পাওয়া যায়নি। আজ যারা উপস্থিত হননি আরো দুই সভায় অনুপস্থিত থাকলে তাদের পদ শূণ্য হবে।
এমন তালিকায় থাকা বাকি পরিচালকা হলেন – নাইমুর রহমান দুর্জয়, তানভীর আহমেদ (টিটু), এ.জে.এম নাসির উদ্দিন, এসকে. সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিকুল আলম চৌধুরী নাদেল, গাজী গোলাম মোর্তজা, নাজিব আহমেদ, ওবায়েদ রশিদ নিজাম, ইমাইল হায়দার মল্লিক, এমডি. এনায়েত হোসেন সিরাজ, মনজুর খালেদ, এমডি মনজুর আলম। গেল ১৯ জুন মৃত্যুবরণ করেন বিসিবির পরিচালক আলমগীর খান আলো।