দেশে গুম খুন লগি বৈঠার তান্ডব নির্যাতনে নিপীড়নকারী পলাতক হাসিনার বিচারের দাবিতে পাবনায় যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে জেলা যুবদলের আয়োজনে বাংলাদেশ ঈদগহ মাঠ থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।
এ সময় বক্তারা বলেন গত ১৫ বছর হাজার হাজার নেতাকর্মীকে গুম ,খুন জখম,২৮শ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শতশত আলিম ও মাদ্রাসার ছাত্রদের পৈশাচিক কায়দায় হত্যা করেছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার। ছাত্র জনতার গণঅত্যুাথান হাজারের অধিক শিশু ছাত্র যুবকে হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা পলাতক হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্ববায়ক হিমেল রানা ও সদস্য সচিব মনির আহম্মেদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।