এ ধরণিতে নিঃস্বার্থ-প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এককথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের দূষণ রোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ছাড়াও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ বৈশিক উষ্ণতা কমাতে ও নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।

তাই পরিবেশের দূষণ রোধ ও বৈশিক উষ্ণতা কমানো সহ প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে চলতি বছর গ্রামীণ ব্যাংক সারাদেশব্যপী বৃক্ষরোপণ মৌসুমে ২০ কোটি ফলজ ও বনজ চারা রোপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় রংপুরের মিঠাপুকুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জুন ) উপজেলার ১৭ নং ইমাদপুর ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংক, ইমাদপুর মিঠাপুকুর শাখার “কেন্দ্র প্রধান বৈঠকে” ৫৩ জন কেন্দ্র প্রধানদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণের মাধ্যমে রংপুর জোনের ৫৬টি শাখায় ফলজ ও বনজ চারা বিতরনের শুভ উদ্বোধন করেন রংপুর জোনের জোনাল ম্যানেজার জনাব সৌমিত্র কুমার মন্ডল ও জোনের অডিট অফিসার মোঃ ইউনুচ আলী।

এ সময় রংপুর জোনের জোনাল ম্যানেজার জনাব সৌমিত্র কুমার মন্ডল বলেন, এই ব্যাংক শুধু ঋণই দেয় না, দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নেও ব্যাপক অবদান রাখে। এই সামাজিক দায়বদ্ধতা ও প্রধানমন্ত্রীকে দেয়া কথা রাখতে গ্রামীণ ব্যাংক সারাদেশে তাদের সদস্যদের মাধ্যমে ২০ কোটি গাছের চারা রোপণ করার পরিকল্পনা গ্রহন করেছে। পাশাপাশি গ্রামীণ ব্যাংক তাদের সব সদস্যকে দারিদ্র্যমুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।

এছাড়াও বর্তমানে গ্রামীণ ব্যাংকে ১৫ ধরনের ঋণ সুবিধা চালু রয়েছে বলে উল্লেখ করে, উক্ত বৈঠকে ব্যাংকের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ এরিয়া ম্যানেজার- মোঃ মাসুদ করিম, শাখা ব্যবস্থাপক-মোঃ আঃ মতিন, ম্যানেজার-রফিকুল ইসলাম সহ শাখার সহকর্মী আইয়ুব আলী, আঃ মোতালেব, শাহিন আলম, রুস্তম আলী, সিরাজুল ইসলাম, আপেল মন্ডল প্রমুখ।

বার্তা বাজার/জে আই