আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯’তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা। গতকাল রবিবার কুয়ালালামপুরের হাংতুয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব মাহবুব আলম শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ সভাপতি তালহা মাহমুদ, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ। মালয়েশিয়া যুবদলের সহ সভাপতি মঞ্জু খা, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, বিএনপির সদস্য জসিম উদ্দিন।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিএনপি মালয়েশিয়া শাখার আর্কাইভ বিষয়ক সম্পাদক জনাব ফরহাদ আহমেদ, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহজালাল, আনোয়ার পারভেজ সহ আরও অনেকে।
স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক হাসান রাজা, তারেক সালাম, মোঃ মনির, মোহাম্মদ আলী। দফতর সম্পাদক মোশারফ হোসাইন হৃদয়, প্রচার সম্পাদক মারুফ এলাহী, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, সদস্য আব্দুল ওয়াদুদ তোতা প্রমুখ।
কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলে৷ ভারপ্রাপ্ত সভাপতি আক্তার গাজী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুহিত, মোঃ কিবরিয়া, আজিজুল হক, সজিব আহমেদ। সহ সাংগঠনিক সম্পাদক আলিম উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদকিকা রুবি আক্তার, সাইফুল, এন এম রাকিব, আব্দুল শুক্কুর, উত্তম কুমার, পলাশ, তালুকদার সহ আরও অনেক নেতাকর্মী।
আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সু স্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।
বার্তাবাজার/এসএম