নওগাঁর ধামইরহাটে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে এক প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার বেড়ীতলা একাডেমির শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী ও অভিভাবক সমাজ উপস্থিত ছিলেন। বর্তমানে ওই প্রতিষ্ঠানে পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার খেলনা ইউনিয়নের বেড়ীতলা একাডেমির প্রধান শিক্ষক মোসা.জিন্নাতুন পারভীন এর মোট দশটি দুর্নীতি,ক্ষমতার অপব্যবহার ও অত্যাচারের প্রতিবাদে তার পদত্যাগ ও বিচারের দাবীতে উপজেলার টিএন্ডটি এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক-কর্মচারী ও অভিভাবক অংশ গ্রহণ করেন। পরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবী সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেন।
গত ১৪ আগস্ট থেকে শিক্ষার্থীরা পাঠ গ্রহণ থেকে বিরত থেকে আন্দোলন করছে। গত ৬ আগস্ট থেকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও অন্যান্য শিক্ষক-কর্মচারীগণ নিয়মিত উপস্থিত থাকছেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, রশিদুল ইসলাম, রিক্তা সরকার,শহীদুল ইসলাম,অভিভাবক জুয়েল রানা, শহীদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষে রাকিবুল হাসান,নিশাত তাসনিম,রেজুয়ান হোসেন,রাইহান হোসেন ও প্রাক্তণ শিক্ষার্থীরা।
এব্যাপারে প্রধান শিক্ষক মোসা. জিন্নাতুন পারভীন বলেন, বিদ্যালয়ে সামান্য ঝামেলা হয়েছে। দুই-এক দিনের মধ্যে বিষয়টির সুষ্টু সমাধান হবে। অচিরেই পাঠদান কর্মসূচি পুনরায় চালু হবে। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন,প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে একটি স্মারকলিপি প্রদান দিয়েছে।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি যেন চালু থাকে সে ব্যাপারে সকলে সহযোগিতা কামনা করেন।
বার্তাবাজার/এসএম