ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের (ম্যাফ) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

ম্যাফ সহ-সভাপতি আবু কাউসার খানের সভাপতিত্বে এবং সাইদ হাসান সানির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক এ. বি. এম. মোমিনুল হক, দীপক চৌধুরী বাপ্পী, শামীম আহমেদ প্রমুখ। এছাড়াও মানববন্ধনে নানা পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা যা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। এই সম্প্রীতি কোনোভাবেই নষ্ট করা যাবে না। তাই দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে এ ধরনের সহিংসতা পরিহার করে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।

 

 

বার্তাবাজার/এসএম