খাগড়াছড়ির স্বনির্ভরে সেভেন মার্ডার এর ৬ বছর উপলক্ষে হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবী করে কর্মসূচী পালন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) খাগড়াছড়ি জেলা শাখা।

সোমবার (১৮ আগস্ট) সকালে খাগড়াছড়ির স্বনির্ভর ইউপিডিএফ কার্যালযের সামনে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমাসহ ৭ হত্যাকাণ্ডের ৬ বছর হওয়ায় এ আয়োজন করে তারা।

এতে কালো ব্যাজ ধারণ ও পুস্পস্তবক অর্পণ, নীরবতা পালন করে ইউপিডিএফ সমর্থিত সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এতে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপির) খাগড়াছড়ি জেলা সভাপতি শান্ত চাকমা স্বনির্ভর হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবী করে বক্তব্য রাখেন। তিনি সেদিন প্রশাসনের নীরবতার প্রশ্ন তুলেন তিনি। এ সময় হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তসহ আন্তর্জাতিক তদন্ত দাবী করে হত্যাকারীদের বিচার দাবী জানিয়ে এখনো হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

একই সাথে সেদিনের স্মৃতি চারণ করে হত্যাকারীরা জাত ভাই নিধনের ষড়যন্ত্রের কথা তুলে ধরেন তিনি। ঘটনাস্থলের ৫০/১০০ গজের মধ্যে প্রশাসনের দুটি পোষ্ট ও সিসিটিভি ক্যামেরা থাকার পরও এমন ঘটনার নিন্দা জানান বক্তারা। দীর্ঘ সময় পরও দাবীর প্রেক্ষিতে সে ক্যামেরার ফুটেজ এখনো প্রকাশ না করা পরিকল্পিত ঘটনার অংশ বলে তিনি দাবী করেন।

এর আগে শহীদ নেতাকর্মীদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ২ মিনিট নীরবতা পালন করে শপথ নেন দলীয় নেতাকর্মীরা। হিল ইউমেন্স ফেডারেশন এর খাগড়াছড়ি জেলা আহবায়ক এন্টি চাকমাসহ নিহতের স্বজনরা এতে অংশ নেয়।

উল্লেখ, ২০১৮ সালের ১৮ আগস্ট সকালে স্বনির্ভর বাজারে প্রতিপক্ষ গ্রুপের গুলিতে পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা,সহ-সাধারণ সম্পাদক এলটন চাকমা,খাগড়াছড়ি জেলা যুব ফোরামের সহ-সভাপতি সভাপতি পলাশ চাকমাসহ ৭ জন প্রাণ হারায় সেদিন।

 

 

বার্তাবাজার/এসএম