পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খান আগামী বৃহস্পতিবার (২২ আগস্ট) ইসলামাবাদে জনসভার ‘সিদ্ধান্ত’ নিয়েছেন। রোববার (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সাইফ বলেন, ‘আমরা গ্যারান্টি দিচ্ছি যে আইনশৃঙ্খলার কোনো ইস্যু থাকবে না।
দলের আজকের সমাবেশ ঘোষণা সম্পর্কে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা বলেন, এই জনসভায় খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন।

পিটিআই প্রতিষ্ঠাতা স্পষ্ট করে দিয়েছেন যে তাদের দল প্রশাসন ও আদালতের দ্বারস্থ হবে উল্লেখ করে সাইফ বলেন, দেশ একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। প্রতিবন্ধকতা সৃষ্টি করে আরও তিক্ততা সৃষ্টি করবেন না।

সাবেক ক্ষমতাসীন দলটি কয়েক মাস ধরে একটি জনসভা করার চেষ্টা করছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের একটি গণসমাবেশ সম্পর্কে এই মাসের শুরুতে দেওয়া বিবৃতির পরে এই ঘোষণা আসে। দলের প্রতিষ্ঠাতা ইমরানের এক বছরের কারাদণ্ড উপলক্ষে খাইবার পাখতুনখোয়ার সোয়াবিতে পিটিআইয়ের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে গান্দাপুর বলেন, ‘আমাদের সমাবেশ করা থেকে কেউ আটকাতে পারবে না।