পাবনায় র‍্যাবের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে ০২ শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (১৮ আগস্ট) দুপুরে পাবনা র্যাবের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান সংবাদ সম্মেলনে এই তথ্য দেন।

বক্তব্যে বলেন নিহতের পরিবার থানায় মামলা করলে র‍্যাবের একটি আভিযানিক দল সদর থানাধীন নলদহ এলাকায় অভিযান পরিচালনা করে ভিডিও ফুটেজে সনাক্তকৃত কিলিং মিশনে সরাসরি জড়িত এজাহারনামীয় ০৭ নং পলাতক আসামী সোহেল খান (২৮) গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লখ্য, তিনি বক্তব্যে বলেন গত (০৪ আগস্ট)পাবনায় কোটা সংস্কার নিয়ে চলমান শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রসহ হামলা চালায়। এতে ঘটনাস্থলে দুই জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

নিহতরা হলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক্স বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র জাহিদুল ইসলাম (১৮) সে ভাড়ারা ইউনিয়নের বলরামপুর গ্রামের দুলাল উদ্দিন মাষ্টারের ছেলে এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহবুব হাসান নিলয় (১৪) সদর উপজেলা দোগাছি ইউনিয়নের ব্রদনাদপুর গ্রামের আবুল কালাম ছেলে।

 

 

বার্তাবাজার/এসএম