নওগাঁর ধামইরহাটে বিভিন্ন অনিয়ন ও দূর্নীতি প্রতিবাদে এক প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে বিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী ও অভিভাবব সমাজ একাত্ম ঘোষনা করেন। বর্তমানে ওই প্রতিষ্ঠানে পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে।
জানা গেছে,বোরবার সকাল সাড়ে ১০টায় উপজেলার খেলনা ইউনিয়নের বেড়ীতলা একাডেমির প্রধান শিক্ষক মোসা.জিন্নাতুন পারভীন এর বিভিন্ন দুর্নীতি,ক্ষমতার অপব্যবহার ও অত্যাচারের প্রতিবাদে তার পদত্যাগ ও বিচারের দাবীতে বিদ্যালয়ের প্রধান ফটকে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক-কর্মচারীর ও অভিভাবক সমাজ একাত্মা ঘোষনা করেন। পরে বিদ্যালয় চত্ত¡রে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। বর্তমানে বিদ্যালয়ে ওই বিদ্যালয়ে পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে। এ সময় অন্যান্য শিক্ষকগণ উপস্থিত থাকলেও প্রধান শিক্ষক জিন্নাতুন পারভীন অনুপস্থিত ছিলেন।
এব্যাপারে প্রধান শিক্ষক মোসা.জিন্নাতুন পারভীন বলেন,বিদ্যালয়ে সামান্য ঝামেলা হয়েছে। দুই-এক দিনের মধ্যে বিষয়টির সুষ্টু সমাধান হবে। অচিরেই পাঠদান কর্মসূচি পুনরায় চালু হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন,বিষয়টি আজকে (রোববার) দুপুরে শুনেছি। আগামীকাল আন্দোলনকারী আমার কার্যালয়ে আসবে। বিষয়টি জেনে সুষ্টু সমাধান করা হবে। পাঠদান কর্মসূচি অবশ্যই চালু রাখতে হবে।