রংপুরে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে অভিনব পন্থা বেছে নেয়া হয়েছে। স্মার্ট লিডারশিপ তৈরির লক্ষ্যে রংপুর জেলা ছাত্রলীগের কর্মীদের বসতে হয়েছে লিখিত পরীক্ষায়। শনিবার (১০ জুন) নগরীর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে জেলা কমিটির সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৬টি পদের জন্য ৬০০ আবেদনকারী পরীক্ষায় অংশ নেন।

বেলা ১১টায় পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণ করা হয়। এরপর ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ বই থেকে নির্বাচিত প্রশ্নপত্রে নেয়া হয় লিখিত পরীক্ষা। ৩০ মিনিট সময়সীমার মধ্যে ৫০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় অংশগ্রহণকারীরা বলেন, নেতৃত্ব নির্বাচানে এমন প্রক্রিয়ায় আমরা খুশি। স্মার্ট লিডারশিপ তৈরির এ প্রক্রিয়া অনেক গুরুত্বপূর্ণ। সঠিক এবং বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করতে চাইলে এরকম কার্যক্রম অব্যাহত রাখার আহবান তাদের।

গতানুগতিকতার বাইরে মেধা ও যোগ্যতার নিরিখে নেতৃত্ব নির্বাচনের মডেল হিসেবে এই ধারা সারা দেশ তথা সব ছাত্রসংগঠনের মধ্যে ছড়িয়ে দিতে চায় আয়োজক রংপুর জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। স্মার্ট লিডারশিপ তৈরির লক্ষ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। কাজেই শুধু কাউনিয়া নয়, জেলার সব ইউনিটে আমরা এভাবে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করবো।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন- শিখতে পারবেন। ‘কারাগারের রোজনামচা’, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘আমার দেখা নয়াচীন’ বইয়ের ওপরই আমরা পরীক্ষা নিচ্ছি। ভবিষ্যৎতে আরও নতুন নতুন বই যুক্ত হবে। এ পরীক্ষার মাধ্যমে স্মার্ট লিডারশিপ তৈরিতে অনেক বড় ভূমিকা রাখবে বলে মনে করি।

ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। লিখিত পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও অন্যান্য যাচাই-বাছাই শেষে উল্লেখিত পদসমূহে নেতা নির্বাচন হবে বলে জানিয়েছে ছাত্রলীগ।

বার্তা বাজার/জে আই