ফরিদপুরের আলফাডাঙ্গায় দেয়ালে দেয়ালে নানা রঙের আলপনা আর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফিতে দেখা দিয়েছে নতুনত্বের ছোঁয়া। যেখানে আগে বিভিন্ন পোস্টারে ছেয়ে ছিল, আর এখন সেই দেয়ালগুলোতে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে। সেগুলো এখন নতুন রূপে সেজেছে। আর এ পরিবর্তনের পেছনে রয়েছেন শিক্ষার্থীদের ঘামঝড়া, নিদ্রাহীন অবদান।

শনিবার ও রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন ও খাদ্য গুদামের প্রাচীরের দেয়ালগুলোতে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায়। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হয়।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে করা ক্যালিওগ্রাফি-গ্রাফিতিতে চোখ আটকে যাচ্ছে শিশু থেকে বয়োবৃদ্ধ সবার। রোদে এক হাতে রঙয়ের কৌটা, অন্যহাতে তুলি। চোখে-মুখে উচ্ছ্বাস শিক্ষার্থীদের। অপরিচ্ছন্ন প্রতিটি দেওয়াল কালো, সাদা, লাল, নীল, হলুদসহ নানা রঙে জল তুলির আঁচড়ে রাঙাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের কারও হাতে ছিল রঙ-তুলি, আবার কেউ কেউ একে অপরকে পান করাচ্ছেন পানি। অনেকেই আবার দেখিয়ে দিচ্ছেন কোথায় কি রং, কোন ক্যালিওগ্রাফি করবেন। সবার চোখেমুখেই যেন ছিল বিজয়ের হাসি।

রহমত আরা রোজা নামে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী জানান, দেয়ালে দেয়ালে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের পোস্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার, ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়ালে দেয়ালে লিখন চলছে।

মাজহারুল ইসলাম মাহমুদ আরেক শিক্ষার্থী বার্তা বাজার’কে জানান, আমরা বিভিন্ন স্থাপনায় বৈষম্যবিরোধী আন্দোলন, কোটা আন্দোলনসহ নানান উক্তি দিয়ে সাধারণ মানুষকে মেসেজ দিচ্ছি। আমরা চাই সারা দেশের ন্যায় আলফাডাঙ্গা উপজেলাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে। আলফাডাঙ্গায় সুন্দরভাবে সাজাতে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের এমন কর্মযজ্ঞ দেখে পথচারীরা বলছেন, আগে দেয়ালে দেয়ালে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের পোস্টার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। শিক্ষার্থীরা সেগুলো মুছে দিয়ে সুন্দর সুন্দর অংকনের মাধ্যমে তাদের মনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে। দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তির জন্য ছাত্ররা চেষ্টা করে যাচ্ছে। তাদের অর্জন যেন বিনষ্ট না হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে।