দলে এখন অনেক কর্মী আসতেছে। কিন্তু নতুন এই কর্মীদের ভিড়ে তাদের ধাক্কায় যেন পুরনো কর্মীরা পিছিয়ে না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে বলে নেতাকর্মীদের উদ্দেশ্যে আহবান জানিয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি পাবনার কৃতি সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে সুজানগরের এনএ কলেজ মাঠে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ছাত্র-জনতার গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার ও আন্দোলনে শহীদের মাগফিরাত কামনায় সমাবেশ ও দোয়ার আয়োজন করে সুজানগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
প্রধান অতিথির বক্তব্যে হাসান জাফির তুহিন বলেন, নতুন এই কর্মীদের ভিড়ে তাদের ধাক্কায় যেন পুরনো কর্মীরা পিছিয়ে না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। যে ভারত কখনো আমাদের উন্নতি চাইনি, আমরা একটি সমৃদ্ধি বাংলাদেশ গড়ি সেই বাংলাদেশ তারা চায়নি। সেই ভারতে অধীনে আমরা গত সাড়ে ১৭ বছর বাংলাদেশর সরকার চলেছে। নির্বাচন এলেই সেই দেশের লোক বাংলাদেশে এসে এই ফ্যাসিদ সরকার যাতে ক্ষমতায় থাকে সেই ব্যবস্থা করে। গত ১৭ বছরে বাংলাদেশ হাড়েহারে টের পেয়েছে আমরা পাকিস্তানের দাসত্ব থেকে দিল্লির দাসত্বে চলে গিয়েছিলাম। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার গনঅভুত্থানের মধ্য দিয়ে সেই দিল্লির দাসত্ব থেকে আমরা মুক্ত হতে পেরেছি।
সুজানগর পৌর বিএনপির আহবায়ক কামরুল হুদা কামাল বিশ্বাসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা, উপজেলা বিএনপির আহবায়ক এবিএম তৌফিক হাসান, সদস্য সচিব শেখ আব্দুল রউফ এবং পৌর বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাস।