মাদারীপুরের রাজৈরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৫টি দোকান পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান।
শনিবার (১০ জুন) দুপুরে উপজেলার টেকেরহাট সোনালী সিনেমা হল সংলগ্ন এলাকায় এ ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এসময় ক্ষতিগ্রস্ত দোকানদারদের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক (একাংশ) শাহাবুদ্দিন শাহা মিয়া, রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাগর আহমেদ উজিরসহ স্থানীয় নেতাকর্মী ও জনগণ প্রমুখ।
উল্লেখ্য, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের সোনালী সিনেমা হল সংলগ্ন এলাকায় বুধবার (৭ জুন) রাত ২টার দিকে একটি দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে হাবিবুল্লাহ নামে এক দোকানদার আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ অগ্নিকান্ডে আর্মি অদুদ শেখের পার্সের দোকান, শফিকুলের খেলনার দোকান ও হাবিবুল্লাহর দোকান পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে আরো দুটি দোকান আংশিক পুড়ে যায়। এসময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
বার্তাবাজার/এম আই