তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে তেল, গ্যাস ও খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতের সব সংকটের মতো বর্তমান সংকটও কাটিয়ে উঠবেন।
শনিবার (১০ জুন) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মার্ট কর্মসংস্থান মেলা উদ্বোধন ও স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহু চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
বার্তা বাজার/জে আই